দুবেলা, রিয়া বিশ্বাস: সংখ্যালঘু তোষণের নয়া ছক মমতার। ওবিসি সংরক্ষণের ধাক্কা,নাম ঢুকছে অন্য কায়দায়। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। EWC কোঠায় নাম ঢোকানো হচ্ছে সংখ্যালঘুদের। অভিযোগ উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে।
বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর অভিযোগ করছেন “রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মুসলমানদের অবাক করতে পারেননি তাই এখন EWC তে ঢোকাচ্ছেন। EWC 2019 সালে ভারত সরকার পার্লামেন্টের ১০% আনে। এর কারণ আপার কাস্টের মধ্যে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য”।
আইন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়াদের নামে সংখ্যালঘু তোষণ চলছে। যারা আপার ক্লাসের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তাদের নাম থাকবে এক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে উল্টো পিছিয়ে পড়াদের নামে সংখ্যালঘু তোষণ চলছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ