কলকাতার প্রথম জয়ের কারিগর ডি কক

Spread the love

দুবেলা, সায়ন দাস : গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে কলকাতা বোলিং করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ভালো ফলওপায় তাঁরা। কলকাতার বোলিং লাইন আপের সামনে ফিকে পড়ে যায় রাজস্থানের ব্যাটসম্যানরা। ৯ উইকেটের বিনিময়ে তাঁদের সংগ্রহ মোটে ১৫১ রান। ব্যাট হাতে জুড়েল ৩৩, জয়সোয়াল ২৯, অধিনায়ক রিয়ান পরাগ ২৫ করেন। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বৈভব অরোরা, হার্ষিত রানা, বরুন চক্রবর্তী এবং মঈন আলী এবং ১টি উইকেট তোলেন স্পেন্সার জনসন। সুনীল নারিন চোট পাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পায় মঈন আলী। তিনি ২টি উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা পালন করেন।

পরে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারেই রান তুলে দেয় কলকাতা। অপরাজিত ৯৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন কুইন্টন ডি কক। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে আসা মঈন আলী ৫ রানে সাঁঝঘরে ফেরেন। অধিনায়ক রাহানের ব্যাট থেকে বেরোয় ১৮ রান। বড়ো শট খেলতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন তিনি। রঘুবংশী শেষ পর্যন্ত ডি ককের সঙ্গ দিয়ে অনায়াসেই ম্যাচ নিজেদের পকেটে ভরে নেয় তাঁরা। তারই সঙ্গে মরশুমের প্রথম পয়েন্ট আসে তাঁদের ঝুলিতে। ডি কক কে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment