৩৩০ কোটির ঘরে পবন কল্যাণের ‘They Call Him OG’
দুবেলা, স্বর্ণেন্দু হালদার: অন্ধপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ‘দ্য কল হিম ওজি’ ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী তেলেগু ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২৫ শে সেপ্টেম্বর সুজিত পরিচালিত, মুক্তিপ্রাপ্ত ছবি ইতিমধ্যে ৩৩০ কোটি টাকা আয় করেছে। এটি মূলত একটি গ্যাংস্টার ছবি, যাতে অভিনয় করেছেন ইমরান হাশমি এবং প্রিয়াঙ্কা মোহন। চলচ্চিত্র সমালোচক...