২০২৭ সালের একদিনের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন বিরাট

Spread the love

দুবেলা, শ্রদ্ধা দাসঃ  স্বপ্ন পূরণ এর আরেক নাম বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট এর অন্যতম ব্যাটসম্যান বিরাট। ৩৮ বছর এই ক্রিকেটার বিশ্বজয়ের খিদে এখনও মেটেনি। আগামী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

এই বিষয়ে সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরবর্তী খেলা নিয়ে উৎসাহ ফিটনেস নিয়ে তাঁর কোনো সমস্যা নেই , তিনি  বলেন যে পরবর্তী বিশ্বকাপ ভারতীয়দের জয়ের জন্য ঝাপাবে।

আগামী একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা খেলবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তবে বিরাট কোহলি যে ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন, তাতে কার্যত সিলমোহর পড়ে গেল। সরাসরি না বললেও ঘুরিয়ে নিজেই তা নিশ্চিত করে দিয়েছেন ভারতীয় তারকা। ফিটনেস নিয়ে বিরাট চিন্তা মুক্ত থাকলেও তাঁর মূল চিন্তা হলো ফর্মের। বিরাট টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তা আমরা জানি। কিন্তু তাঁর লক্ষ্য আগামী বিশ্বকাপ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment