বাংলাদেশের কাছে আটকে গেল ভারত

Spread the love

দুবেলা, সায়ন দাস : এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। তবে ঘরের মাঠে জয় অধরাই থেকে গেল সুনীলদের।

প্রথমার্ধ থেকেই মাঝমাঠ কেন্দ্রিক খেলা চলতে থাকে। বাংলাদেশ তুলনামূলক ভালো ফুটবল খেলতে থাকে। ভারত কে কিছুটা ফিকে দেখায়। ১২ মিনিটের মাথায় গোলকিপার বিশাল কাইথের ভুলে মাশুল গুনতে হচ্ছিলো ভারত কে। তাঁর হাত থেকে বল যায় মোহাম্মদ রিয়াদের পায়ে, শট করলে সেটি শুভাশিস বোস গোললাইন ক্লিয়ার করেন। বিপদের হাত থেকে রক্ষা পায় ভারত। ৩১ মিনিটে ভারত একটি সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তাঁরা। লিস্টনের ক্রস থেকে গোল করতে ব্যার্থ হন উদান্তা সিং। তারপরেও আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে তবে প্রথমার্ধের খেলা গোলশুন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বেশ চনমনে লাগে ভারত কে। বারংবার আক্রমণে আসতে থাকে তাঁরা। উইং সচল করে আক্রমণ চালাতে থাকে ভারত তবে গোলের দরজা খুলতে পারেনা তাঁরা। দুই দলই খেলোয়াড় পরিবর্তন করে খেলায় ফেরার চেষ্টা করে। ৮৪ মিনিটের মাথায় আবারও একটি সহজ সুযোগ হাতছাড়া করে ভারত। লিস্টনের ভাসানো বল সঠিকভাবে হেড করতে ব্যার্থ হন সুনীল ছেত্রী। গোলশূন্য অবস্থাতেই খেলা শেষ হয়। ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা হামজা চৌধুরী কিছু ক্ষেত্রে নিজেকে মেলে ধরলেও বড়ো কোনো ছাপ ফেলতে পারেননি।

ভারত ফের বাছাইপর্বের ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে ১০ই জুন। বাংলাদেশের সঙ্গে তাঁরা ফের মুখোমুখি হবে ১৮ই নভেম্বর।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment