সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গ সরকারকে ২৫% ডিএ বকেয়া মেটাতে হবে

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার,সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তী আদেশে নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের ২৫% মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই পরিমাণ প্রায় ১০,৪৪২.৭৩ কোটি, যা ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া। মোট বকেয়ার পরিমাণ ৪১,৭৭০.৯৫ কোটি হলেও, আপাতত ২৫% পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যের আর্থিক অক্ষমতার যুক্তি খারিজ করে জানিয়েছেন যে, রাজ্যের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। প্রথমে ৫০% বকেয়া পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও, রাজ্যের আর্থিক সংকটের কথা বিবেচনা করে তা ২৫% এ নামিয়ে আনা হয়।

এই মামলার সূত্রপাত ২০২২ সালে, যখন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশ মামলার পরবর্তী শুনানির আগে রাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রাজ্য সরকার ইতিমধ্যে ৪% ডিএ বৃদ্ধি করে ১৮% করেছে, যা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ৫৩% ডিএ পাচ্ছেন, ফলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ-র ফারাক এখনও ৩৫% রয়ে গেছে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একটি বড় স্বস্তির খবর। মামলার পরবর্তী শুনানি ২০২৫ সালের আগস্টে নির্ধারিত হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment