সত্যিই কি ধোনি? নাকি অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ!!

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ অনলাইন স্ক্যাম এখন খুবই আলোচিত একটি বিষয়। বিভিন্ন রকম জালিয়াতির মাধ্যমে অ্যাকাউন্ট ফাঁকা করে নিচ্ছে প্রতারকরা। অনেক সাধারন মানুষকে এই জালিয়াতির সম্মুখীন হতে হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে আছে এইসব জালিয়াতদের দল। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষকে সর্বশান্ত করে ছাড়ছে।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে লাল সতর্কতা, ভাঙতে চলেছে তাপমাত্রার সমস্ত রেকর্ড

এবার সামনে এলো ধোনির নকল একাউন্ট বানিয়ে এক স্ক্যামের খবর। ধোনির ছবি দিয়ে কেউ বা কারা তার সমর্থকদের মেসেজ করে টাকা চাওয়া শুরু করে। এক ব্যাক্তিকে মেসেজ করে বলা হয় যে তিনি মহেন্দ্র সিং ধোনি এবং এটি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট। তিনি বাইরে একটি এলাকায় এসেছেন এবং নিজের ওয়ালেট না নিয়ে আসার দরুন তিনি বাড়ি ফিরতে পারছেন না। তিনি অনুরোধ করেন তাকে ৬০০ টাকা পাঠাতে। তিনি বাসে করে বাড়ি ফিরবেন এবং ফেরার সাথে সাথেই তিনি টাকা ফেরত দিয়ে দেবেন। এটি যে ভুয়ো খবর তা বুঝতে এক মিনিটও সময় লাগে নি সেই ব্যক্তির। তিনি সেই স্ক্রিনশট সমাজ মাধ্যমে শেয়ার করে সতর্ক করেন বাকি অনুরাগীদের যাতে তারা এই ভুয়ো চক্রের ফাঁদে কোনভাবেই পা না দেয়।

আরও পড়ুনঃ ভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

এছাড়াও ফেসবুক, ইন্সটাগ্রামের ফ্রেন্ডলিস্টে থাকা যে-কোনো মানুষের ফেক অ্যাকাউন্ট বানিয়ে টাকা চাওয়ার ঘটনা অহরহ ঘটে চলেছ। এসব জালিয়াতি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বহু সতর্কবার্তা প্রচার করা হয়েছে। তা সত্বেও কিছু মানুষ এই চক্রে জড়িয়ে পড়ে। তাই কোনটা আসল কোনটা নকল তা জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment