SIR আবহে ঠাকুরনগরে তীব্র উত্তেজনা, আমরণ অনশন শুরু মমতাবালা ঠাকুরের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্কের মাঝেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। বুধবার ঠাকুরবাড়ি জুড়ে রাসের আবহ চলছে। এদিন সকাল থেকেই ভোটাধিকার রক্ষার দাবিতে ঠাকুরবাড়ির প্রাঙ্গণে শুরু হয়েছে আমরণ অনশন। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন মমতাবালা ঠাকুর, সঙ্গে রয়েছেন মতুয়া মহাসংঘের একাধিক সদস্য ও সমর্থক।

অনশনকারীদের অভিযোগ, SIR-এর মাধ্যমে উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁদের বক্তব্য, “আমরা এই দেশের নাগরিক। স্বাধীনতার এত বছর পরেও যদি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, সেটা অন্যায়।” মমতাবালা ঠাকুর অনশন মঞ্চ থেকে বলেন, “আমরা এই দেশের সন্তান। দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে এদেশে আশ্রয় নিয়েছি। আজ আবার সেই নাগরিকত্ব প্রশ্নের মুখে। আমরা মরব, কিন্তু ভোটাধিকার ছাড়ব না।”

ঠাকুরবাড়ির বড়মার ঘরের সামনেই তৈরি হয়েছে অনশন মঞ্চ। সকাল থেকে সেখানে ভিড় জমিয়েছে শতাধিক মতুয়া সমর্থক। মঞ্চে চলছে স্লোগান এবং নাগরিক অধিকার রক্ষার ডাক। তাঁদের স্পষ্ট বক্তব্য, “দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবেই।”পুলিশ প্রশাসনের তরফে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি যাতে অশান্ত না হয়, তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

রাজনৈতিক মহলের মতে, ঠাকুরবাড়ির এই প্রতিবাদ আন্দোলন রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই SIR নিয়ে রাজনীতির ময়দান সরগরম, তার মধ্যেই ঠাকুরনগরের এই অনশন নতুন অধ্যায় তৈরি করছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment