বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতা

Spread the love

দুবেলাঃ  বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আয়োজিত পুরুষ বিভাগের সপ্তম আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতার ও মহিলা বিভাগের চতুর্থ আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আজ 12 ই ডিসেম্বর শুক্রবার। 9 ই ডিসেম্বর পুরন্দরপুর হাইস্কুলের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 15 টি এবং মহিলা বিভাগে মোট 10 টি দল নিজেদের নাম নথিভুক্ত করেছিল।

আজ পুরুষ বিভাগের ফাইনালে পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিল রামানন্দ কলেজ ও পাঁচমুড়া মহাবিদ্যালয়। ফাইনালে রামানন্দ কলেজ 1-0 গোলে পাঁচমুড়া মহাবিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন রামানন্দ কলেজের খেলোয়াড় শেখ জুয়েল, এবং শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন পাঁচমুড়া মহাবিদ্যালয়ের খেলোয়াড় সফিউল মন্ডল।

মহিলাদের ফাইনাল খেলাও আজ অনুষ্ঠিত হয়। ফাইনালে পাঁচমুড়া মহাবিদ্যালয়, পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়কে ট্রাইব্রেকারে 3-2 গোলে পরাজিত করে মেয়েদের বিভাগের শিরোপা অর্জন করে। টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ভারতী মুর্মু এবং শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন মিনা মুর্মু। দুজনেই বিজয়ী দলের খেলোয়াড়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রূপ কুমার বর্মন মহাশয় এবং নিবন্ধক ড: সৌরভ দত্ত মহাশয়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মহাবিদ্যালয় থেকে আগত অধ্যাপক, অধ্যাপিকা এবং অধ্যক্ষ ও অধ্যক্ষা মহাশয় ও মহাশয়া । বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ খবর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আহবায়ক ড: লুৎফুল হক।

দুবেলা নিউজকে follow করুনঃ

  • https://www.facebook.com/dubelanews

  • https://x.com/dubelanewsdesk

  • https://www.youtube.com/@DUBELANEWS

  • https://www.instagram.com/dubelanews/

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment