দুবেলাঃ বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Shirshendu Mukhopadhyay) সাম্মানিক ডি.লিট. (D.Litt) উপাধি দিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয় (Bankura University)। ১১ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় সমাবর্তন উৎসবে শারীরিক কারণে উপস্থিত থেকে উপাধি গ্রহণ করতে পারেননি তিনি। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার বাড়িতে গিয়ে ডি.লিট. উপাধির শংসাপত্র, উত্তরীয় ও উপহারসামগ্রী তার হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ জুলাই কাণ্ডে ঐতিহাসিক রায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা
উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রূপ কুমার বর্মণ, পরীক্ষা সমূহের নিয়ামক ড. শিবাজী পাণ্ডা এবং ইতিহাস বিভাগের প্রধান ড. শংকরকুমার বিশ্বাস মহাশয়। মাননীয় উপাচার্য রূপ কুমার বর্মণ জানালেন, “বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কৌর্ট ও এক্সেকিউটিভ কাউন্সিলের সুপারিশক্রমে ও আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. আনন্দ বোসের অনুমোদনের ভিত্তিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট. উপাধি প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয় তার সুস্থ ও দীর্ঘ সৃজনশীল জীবন কামনা করে।“
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
