জমা জলে রাস্তার বেহাল দশা, ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: রাস্তার বেহাল দশা। প্রত্যেক বছরই বৃষ্টিতে জল জমে যায় হাঁটু অবদি। এ বছরও বর্ষাকালে কিছু বদল হয়নি। নদীয়ার রানাঘাট ১ নং ব্লকের রামনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যানবাহন চলাচল, যাতায়াতে বেশ বড় ধরনের সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। এবারে বর্ষাকাল শুরু হতে না হতেই জল জমে রয়েছে প্রায় হাঁটু সমান। প্রত্যেক দিনই বৃষ্টি, রোদ ওঠার কোন নাম নেই। তাই জল শুকানোর ও কোন সুযোগ নেই। একাধিকবার পঞ্চায়েতকে বলেও কোন কাজ হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তবে এবারে এলাকায় জমা জলে অতিষ্ট হয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে তালা ঝুলিয়ে এসছেন গ্রামের বাসিন্দারা।

মঙ্গলবার দুপুরে বিলের মাঠ সহ সংলগ্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক লোক ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে। প্রথমত নানা প্রশ্নের মাধ্যমে তারা বিক্ষোভ দেখায়। তাদের প্রশ্ন বহুবার অভিযোগ করার পর কেন মিটছে না সমস্যা। গ্রামবাসীরাই পঞ্চায়েত অফিসের ভিতরে প্রধানসহ অন্যান্য কর্মীদের আটকে তালা ঝুলিয়ে দেন। এমন অবস্থায় খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। যদিও এখনও পর্যন্ত ঘেরাও রয়েছেন পঞ্চায়েত প্রধান তাপসী আঢ্য।

সাধারণ মানুষের দাবি পঞ্চায়েত প্রধানের গাফিলতির জন্যেই নাকি সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। যেখানে সাধারণ মানুষের সমস্যা মেটানোর কথা। সেখানে কোনো দায়িত্বই পালন করছেন না পঞ্চায়েত প্রধান। তাই শেষ পর্যন্ত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment