উত্তরবঙ্গের খগেন মুর্মুর ওপর আক্রমণের প্রতিবাদে পথ অবরোধ

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: উত্তরবঙ্গে খগেন মুর্মুর ওপর আক্রমনের প্রতিবাদের ঠাকুরনগরে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করল বিজেপি। উত্তরবঙ্গের নাগরাকাটায় টানা বর্ষণের ফলে ভয়াবহ অবস্থা।পাহাড়ধসে প্রায় ৩৫ জন মানুষের জীবন সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির নেতা তথা সাংসদ খগেন মুর্মু ও বিধানসভার অন্যতম মুখ শংকর ঘোষ।

ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সময় বিজেপি নেতাদের অভিযোগ—তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলার চক্রান্ত করে। এই অভিযোগের প্রতিবাদে আজ ঠাকুরনগরের নেতাজি মূর্তির সামনে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়।

প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই বিক্ষোভ, যার ফলে ঠাকুরনগর এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। বিজেপি নেতাদের দাবি, নাগরাকাটায় যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে শুধু ঠাকুরনগর নয়, গোটা বাংলা জুড়ে আজ প্রতিবাদের ঝড় উঠবে। তাদের হুঁশিয়ারি—যতদিন না এই ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততদিন রাজ্যজুড়ে আন্দোলন জারি থাকবে।

Related posts

Leave a Comment