উত্তর ও দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: টানা সপ্তাহ জুড়ে বৃষ্টি, প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টি বারবে। ৩১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত চার দিন উত্তর বঙ্গ ও ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাগুলিতেই একটানা হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জেলাগুলিতে। এবছরের বর্ষায় লাগাতার বৃষ্টিতে জল জমে যাওয়ার ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তার ওপরে টানা সপ্তাহ জুড়ে বৃষ্টি চারিদিকে জলমগ্ন । চিন্তিত এলাকাবাসী।

Related posts

Leave a Comment