বন্যা দুর্গতদের পাশে ময়নাগুড়ি থানা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দিনের পর দিন অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে রয়েছে কোমর সমান জলে। একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। অসহায় অবস্থায় বাড়িছাড়া খাবার ছাড়া রয়েছে এলাকার একাংশ মানুষ। এমন দুর্যোগের সময় ত্রাণের হাত বাড়িয়ে দিল ময়নাগুড়ি থানার পুলিশ।

আজ সকালে পুলিশকর্মীরা নিজ উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কোথাও হাঁটু সমান জল কোথাও বা গোড়ালি সমান আবার কোথাও কাঁদা এমন পরিস্থিতিতে শুকনো খাবার, জল, মোমবাতি, দেশলাই, এমনকি রান্নার জন্য বাসনপত্রের কিট পৌঁছে দেওয়া হয় বিপর্যস্ত মানুষের হাতে পুলিশের তরফে।এমনকি জলমগ্ন গ্রামগুলিতে নৌকায় করে পৌঁছে দেওয়া হয় এই ত্রাণসামগ্রী, ত্রিপল ।

ময়নাগুড়ি থানার ওসি জানান, “এই কঠিন সময়ে পুলিশ শুধু আইনশৃঙ্খলার দায়িত্বেই নয়, মানুষের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ।” ময়নাগুড়ি থানার পুলিশ এও জানান তারা ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। এবং আর যেটুকু কাজ বাকি আছে তারা তড়িঘড়ি তাও সম্পন্ন করবে। স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। দুর্যোগের মধ্যে থাকা বাসিন্দাদের জন্য জলের ফ্যাক্টরি গড়ে প্রতিদিন ৫০ হাজার প্যাকেট পরিস্রুত পানীয় জল দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।” এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দুর্গত এলাকায় জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠাচ্ছে। বানভাসি এলাকায় যাতে কোনওভাবে মানুষদের ডায়েরিয়া না ছড়ায় সেটা খেয়াল রাখছে স্বাস্থ্য দপ্তর। যেখানে জল নামছে, সেখানে ব্লিচিং ছড়ানো হচ্ছে।

বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও পুলিশের উদ্যোগে একের পর এক ত্রাণ পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়। ভরসা ফিরে পাচ্ছে উত্তরবঙ্গের অসহায় মানুষ জন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment