দুবেলাঃ ২০১১ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা ব্যাবস্থায় আমুল পরিবর্তন এনেছিলেন। উচ্চশিক্ষার প্রসারের জন্য রাজ্যের একাধিক জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ের সূচনা করেন। যেমন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় অন্যতম। এই বিশ্ববিদ্যালয়ের মোট চারটি বিভাগের রয়েছে। যেমন বাংলা, ইতিহাস, এডুকেশন এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। খবু কম খরচে এই সরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। শুধু তাই নয় উল্লেখযোগ্য হল স্বল্প ব্যায় সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে একটি ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলা, এডুকেশন, ইতিহাস এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপণ— এই চারটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকার প্রয়োজন এক নজরে দেখে নেওয়া যাক। বাংলা, ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার জন্য উল্লিখিত বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক। তবে এডুকেশন বিভাগে উল্লিখিত বিষয়ে স্নাতকদের পাশাপাশি, ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) সম্পূর্ণ করেছেন, এমন পড়ুয়ারাও ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়ারা উল্লিখিত বিভাগগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি, বিষয়ভিত্তিক হ্যান্ডস-অন ট্রেনিং এবং প্লেসমেন্ট সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। গত ৮ই আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে মেধাতালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকা প্রকাশিত হবে ২৫ আগস্ট। ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.harichandguruchanduniversity.ac.in গিয়ে আরও বিস্তারিত দেখা যাবে।
প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্যের সরকারের স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। স্কলারশিপ মূল্য প্রায় ২৪ হাজার টাকা। সর্বোচ্চ দুবছর এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে ছাত্রছাত্রীরা। এছাড়াও কেন্দ্রীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক স্কলারশিপের সুযোগ রয়েছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ