দুবেলা, রিয়া বিশ্বাস: দশ দিনের সদ্যোজাত শিশুকে চুরির অভিযোগে উত্তপ্ত জনতা বিক্ষোভ দেখালেন হাসপাতালের সামনে। জানা যায় আজ থেকে প্রায় ১০ দিন আগে আমতার একটি নার্সিংহোমে চন্দ্রপুরের বাসিন্দা মন্দিরা বাগ একটি শিশু সন্তানের জন্ম দেন। হটাৎ শিশুটির কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায়, চারদিন আগে পরিবারের সদস্যরা তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ আজ মঙ্গলবার ঠিক সকাল ১০ টা নাগাদ এক মহিলা যিনি নিজেকে আশাকর্মী পরিচয় দিয়ে মায়ের থেকে ছোট্ট সদ্যোজাত শিশুটিকে ইনজেকশন দেবার জন্য নিয়ে যায়। তারপর থেকে ওই মহিলা ও শিশুটি উধাও হাসপাতাল চত্বর থেকে। আর তারপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। শিশুটির পরিবার ও জনতা মিলে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এমন কি হাসপাতাল ভাঙচুর করবে বলে অভিযোগ ওঠে পরিবারের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। পরিবার জানায় হাসপাতালে সিসিটিভি ক্যামেরার সঠিক কোনো ব্যবস্থা নেই। তাই ঘটনাটি সম্পর্কে পুরো ধোঁয়াশা কিছুই বোঝা যাচ্ছে না। ভেঙে পড়েছেন সদ্যোজাত শিশুর মা ও তার পরিবার। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছেন আমতা থানার পুলিশ বাহিনী।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ