দুবেলা, রিয়া বিশ্বাস : ৬ জুলাই রবিবার,সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড থেকে এক নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত নার্সের নাম শিল্পী বিবি (৩২)। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ির পিছনের একটি জায়গা থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের অনেকেই জানান, শিল্পী শান্তস্বভাবের ও কর্মনিষ্ঠা নার্স ছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবনে কিছু অশান্তি চলছিল বলে অনেকে জানান। যদিও কী ধরনের অশান্তি তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে কিছু চোটের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তবে আত্মহত্যা না খুন, তা স্পষ্ট হতে সময় লাগবে বলে জানিয়েছে তদন্তকারী অফিসাররা।
শিল্পী বিবির স্বামীকে জিজ্ঞাসাবাদের পর তিনি জানান স্ত্রীকে এমন অবস্থায় দেখে তিনি দিশাহারা। আত্মহত্যা হতে পারে না বলে দাবি জানিয়েছেন তিনি। মৃত দেহ পরে ছিল রাস্তায় পাশেই ছিল তার মোবাইল ফোন এবং গলায় পরে থাকা একটি সোনার চেন।
পরিবার ও স্বামীর মধ্যে সম্পর্কের জটিলতা নিয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তকারীরা মৃতার মোবাইল ফোন, ডায়েরি ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখছেন।
স্থানীয় কাউন্সিলর জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই সত্য সামনে আসবে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ