সল্টলেকে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার, দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের ফিলিপস মোড় সংলগ্ন একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটি মূলত হোলোগ্রাম তৈরির কাজ করত এবং ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগার পর কারখানার ভিতর থেকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রথমে বাইরে থেকে জল ছিটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কারখানার ভিতরে কেউ আটকে পড়েননি বলেই দমকল সূত্রে জানানো হয়েছে। সকল কর্মীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

ঘটনাস্থলের সামনেই হাসপাতাল,সেখানে রোগীদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর এর আগেও এমন অগ্নিকান্ড ঘটেছে তবে এতটা ভয়াভহ হয়নি। তবে এই ঘটনার পর তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পরেছে হাসপাতাল কতৃপক্ষ।

ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। মন্ত্রী জানান, “কারখানায় প্রচুর কেমিক্যাল ছিল, তাই আগুনের তীব্রতা অনেক বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা কাজ করে চলেছেন।”

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কারখানার ভিতরে সংরক্ষিত দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নগরীর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment