বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার নৈহাটি স্টেশনে, গ্রেপ্তার ৪

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: বৃহস্পতিবার নৈহাটি রেলস্টেশনে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। জিআরপি এবং আরপিএফ এর তৎপরতায় ধরা পড়ে চারজন পাচারকারী। এবং তাদের কাছ থেকে প্রায় ৭৭ কেজি গাঁজা উদ্ধার হয়।

ধৃতদের পরিচয় নিউ ব্যারাকপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা কোচবিহার থেকে গাঁজা নিয়ে গৌড় এক্সপ্রেস ধরে নৈহাটি স্টেশনে নামে। তারপর স্টেশনে তারা লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছিল । স্টেশনে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয় সন্দেহভাজন চারজনের। আটক করে তাদের ব্যাগ তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ গাঁজা।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে রেলপুলিশ। ধৃত চারজনকে জেরা করে পাচার চক্রের মূল সূত্র বের করার চেষ্টা চলছে ইতিমধ্যে। প্রাথমিকভাবে অনুমান, বড় মাদক চক্রের সঙ্গে জড়িত এই চারজন। ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দুবেলা নিউজকে follow করুনঃ

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment