দুবেলা, রিয়া বিশ্বাস: দীর্ঘ নয় বছরের অবসান। আবারও স্বাভাবিক নিয়মে পরীক্ষা হল এসএসসি পরীক্ষা। দীর্ঘ দিন ধরে নানা দুর্নীতি, অনিয়ম ও মামলা জটিলতার কারণে এই পরীক্ষা একপ্রকার থমকে গিয়েছিল। ফলে এক বিশাল সংখ্যক চাকরিপ্রার্থী ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছিলেন। অবশেষে আজ ৭ সেপ্টেম্বর প্রশাসনের হস্তক্ষেপ ও আদালতের কড়া নির্দেশে সমস্ত জটিলতা কাটিয়ে পরীক্ষার দিন স্থির হয়। এদিন রাজ্য জুড়ে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা গেলো ভিড়, তবে সঠিক শৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা ছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে।
প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের বক্তব্য, প্রশ্ন ছিল যথেষ্ট সহজ এবং নিয়ম মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পাওয়া অনেক প্রার্থীর চোখে ছিল আনন্দ ও স্বস্তির ছাপ। কেউ কেউ জানালেন, “আমরা ভেবেছিলাম হয়তো এই পরীক্ষা আর কখনো হবে না। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ পেলাম, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।” শুধু যে চাকরি হারারা পরীক্ষা দিয়েছে এমন নয়, একদম নতুনরাও পরীক্ষায় বসেছে।
এবারে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় ৩ লক্ষ্য ১৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। তার মধ্যে ৩ লক্ষেরও বেশি যারা একদম প্রথম এসএসসি পরীক্ষায়। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখার বিষয় যা আগে কখনো এমন ঘটেনি তা হল পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে প্রশ্নপত্র এবং ও এম আর সিটের কার্বন কপি হাতে নিয়ে বেরোতে পেরেছেন।
দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসানে পরীক্ষার্থীদের মনে এখন একটাই আশা— এবার যেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কোনো জটিলতা না তৈরি হয়। সকলের একবাক্যে মত, “এসএসসি পরীক্ষা যেন আর রাজনৈতিক চাপ বা দুর্নীতির কবলে না পড়ে।” আপাতত সবার যা মতামত পরীক্ষা সবার ভালই হয়েছে । প্রশ্নপত্র নিয়ে কোন জটিলতা নেই। এখন শুধু ফল প্রকাশের আশা।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ