ষষ্ঠীর রাতে শহরে জনজোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারে উপচে পড়া ভিড়

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: আজ ষষ্ঠী দেবীর বোধন পিতৃগৃহে মা দুর্গার আগমনের এই শুভক্ষণে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গায় একই ছবি। চারিদিকে আলোকসজ্জা, ঢাকের শব্দ, আর মানুষের উপচে পড়া ভিড় যেন এক আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। মধ্য কলকাতার অন্যতম আকর্ষণ সন্তোষ মিত্র স্কোয়ার ষষ্ঠীর রাতেই নেমেছে জন মানুষের ঢল।

প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ারের একটি আলাদাই চমক থাকে। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি।এবছর তাদের বিশেষ থিম অপারেশন সিন্দুর। যেহেতু তাদের পূজা মন্ডবটি আলোকসজ্জার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই সন্ধ্যা গড়াতেই হাজারো মানুষের ভিড়ে মণ্ডপ প্রাঙ্গন ভরে ওঠে।

চতুর্থী থেকে একই রকম ভিড় দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারে। দর্শকদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বিশেষ থিম তাদের কাছে কতটা পছন্দের হয়েছে। বিভিন্ন এলাকা থেকে পরিবারের ছোট-বড় সকলেই ভিড় জমিয়েছেন প্রতিমা দর্শনে। শৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন। নিরাপত্তার কড়া নজরদারিতে প্রতিমা দর্শনে মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি।

আরও পড়ুনঃ ৪৯ বছরে  পদার্পণ করল মহেশতলা সম্পা মির্জানগর হাউসিং এস্টেট ফেজ–১ এর দুর্গোৎসব 

প্রথা অনুযায়ী আজ দেবীর বোধন, বেলতলায় পূজার আচার সম্পন্ন হয়েছে। সপরিবারে মা দুর্গা এক রাত কাটাবেন সেখানে। গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী সহ দেবী থাকবেন বোধনের পর অধিবাসে। সপ্তমীর সকালে দেবী পা রাখবেন বাপের বাড়িতে। শহরের সর্বত্রই আজ আনন্দ ও ভক্তির আমেজ। ইতিমধ্যে প্যান্ডেল হপিং, থেকে শুরু করে আলোকসজ্জা, ফুচকা থেকে শুরু করে চাটের দোকান—সবই যেন উৎসবের আবহকে জমজমাট করে তুলেছে। কলকাতার আকাশে শিউলি ফুলের সুবাস মেখে ষষ্ঠীর রাত এভাবেই সাক্ষী থাকল মায়ের আরাধনায়।

দুবেলা নিউজকে follow করুনঃ

Related posts

Leave a Comment