কেন্দ্রের আপত্তি তাই, ‘অপরাজিতা বিল’ ফেরত রাজ্যপালের

Spread the love

দুবেলা, পূজা বোস: ২০২৪ সালের ৯ অক্টোবর আর জি কর ধর্ষন ও খুন কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই সময়ই ৩ সেপ্টেম্বর ধর্ষকের শাস্তি প্রণয়ন বিষয়ে বিধানসভায় ‘ অপরাজিতা উইমেন অ্যান্ড চিল্ড বিল-২০২৪ ‘ পেশ করে রাজ্যে সরকার। বিলটি পাশের জন্য পাঠানো হয় রাজ্যপালের কাছে। আর জি করের সেই নৃশংস ঘটনার এক বছর পূর্ণ হতে আর বেশি দেরি নেই। এরই মধ্যেই কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালো রাজভবন।

মৃত্যুদণ্ড সহ বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রের আপত্তি প্রসঙ্গকে তুলে ধরে ‘ অপরাজিতা বিল ‘ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, ভারতীয় ন্যায়সংহিতা ২০২৩- র কয়েকটি সংশোধনী সংক্রান্ত পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিলে প্রস্তাবিত সংশোধনে, ধর্ষণের শাস্তিতে ১০ বছরের জেলের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পরিবর্তনকে অত্যন্ত কঠোর ও সামঞ্জস্যহীন বলে জানিয়েছেন। এছাড়াও, বিলে বিএনএস – র ৬৫ বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে ।

যার ফলে , ১২ও ১৬ বছরের কম বয়সী মেয়েদের ক্ষেত্রে শাস্তির ফারাক মুছে যাবে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে , এর ফলে শাস্তির সমানুপাতিক হার থাকবেনা যা সমসাজনক। নির্যাতিতার মৃত্যু বা কোমা পরিস্থিতি তৈরি হলে ‘অপরাজিতা বিল’ -এ ধর্ষকের বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের কথাও প্রস্তাব করা হয়েছিল । এমনকী এই প্রস্তাবেও আপত্তি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রাজভবন সূত্রে আরও জানানো হয়েছে, পর্যবেক্ষণ বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যই বিলটি ফেরত পাঠানো হয়েছে।

যদিও রাষ্ট্রপতি বিবেচনার জন্য বিলটিকে সংরক্ষিত রেখেছেন রাজ্যপাল। তবে সামনেই আর জি কর কান্ডের একবছর হতে চলেছে। সাথে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের মধ্য সংঘাত এমনকী রাজ্য ও রাজ্যপাল সংঘাত লেগেই থাকে,এই পরিস্থিতিতে বিল ফেরত কে কেন্দ্র করে ঠিক কী বলেন মুখ্যমন্ত্রীর সেটাই দেখার।

Related posts

Leave a Comment