দুবেলা, রিয়া বিশ্বাস: গড়িয়াহাট মোড়ে Socialist Unity Centre of India (Communist) বা SUCI–র মহিলা সমর্থকরা একটি প্রতিবাদ–মিছিল শুরু করেন। তারা দক্ষিণ কলকাতায় কনিষ্ঠ এক আইন কলেজের ছাত্রী সম্পর্কে প্রকাশিত গণধর্ষণ–সংক্রান্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবাদকারীরা গড়িয়াহাট থেকে কসবা পর্যন্ত প্রতিবাদপথে হাঁটেন, হাতে টর্চ, মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে “ন্যায় চাই, নিরাপত্তা চাই” স্লোগান দেন ।
প্রায় দুই ঘণ্টাব্যাপী মিছিল চলাকালীন, এই মহিলা বিক্ষোভকারীরা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তাহীনতা সহ্য করা যায় না। আজকের ঘটনা শুধু এক জনকে নিয়ে নয়, বরং সারা সমাজে মহিলাদের নিরাপত্তা বিষয়ে সমগ্রতাভিত্তিক সচেতনতার আহ্বান।” তাঁরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে নিরাপদ তদন্ত ও শাস্তি দাবি করেন।
এই মিছিল কেবল ‘গণধর্ষণ’ ঘটনার নিন্দা নয়; বরং তারা দীর্ঘমেয়াদি নারীর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পুড়িয়ে যাওয়া বা ভাঙচুর হয়নি, হিংসাত্মক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিদ্বেষহীনভাবে শ্রেণীবিভেদ বা উদ্ধৃতি ছাড়াই আয়োজন করা হয়।
কনিষ্ঠলীনের সঙ্গে সঙ্গে সমাজে নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আজকের প্রতিবাদ সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের একত্রিত করেছে। এই বিক্ষোভ মিছিল থেকে তারা স্পষ্ট ভাষায় বলছেন, “মা, বোন, কন্যারা নিরাপদ থাকুক” এটি শুধু ক্ষোভ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি আন্দোলনের সূচনা হতে পারে।
সমাজে নারীর নিরাপত্তা বিষয়ে জনসাধারণের মধ্যে এই প্রতিবাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কসবা পৌঁছানোর পর মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়, কিন্তু দাবি আর সংকট এখনো শেষ হয়নি নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান, নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোরতম শাস্তি।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ