দুবেলা, রিয়া বিশ্বাস: নবমীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে দেখা গেল এক অনন্য দৃশ্য।প্রত্যেকবছরই নতুন চমক থাকে শ্রীভূমি স্পোটিং ক্লাব।এবছরও তার ব্যাতিক্রম নয়। পুজো প্রাঙ্গনে দর্শণার্থীদের নজরকারা ভিড়।দেবী দর্শনের ভিড়ের পাশাপাশি মানুষের ভিড় জমল এক ঝলক দেখতে প্রিয় মহারাজকে। কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নবমীর দিন হাজির হন শ্রীভূমির আকাশছোঁয়া আলোকসজ্জার প্যান্ডেলে।
তাঁকে এক ঝলক দেখার জন্য মুহূর্তের মধ্যেই ভিড় সামলানো দায় হয়ে পড়ে ক্লাব কতৃপক্ষ ও প্রশাসনের। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। দু’জনকে একসঙ্গে দেখে সাধারণ দর্শনার্থীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। সেলফির ভিড়, সব মিলিয়ে পুজোমণ্ডপ মুহূর্তের মধ্যেই পরিণত হয় মিনি ক্রিকেট মাঠে।
আরও পড়ুনঃ ৪৯ বছরে পদার্পণ করল মহেশতলা সম্পা মির্জানগর হাউসিং এস্টেট ফেজ–১ এর দুর্গোৎসব
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তারা জানান, “মহারাজ আমাদের পুজোতে আসবেন শুনেই আমরা উৎসাহে ভরে উঠেছিলাম। নবমীতে তাঁর আগমন আমাদের জন্য আনন্দের ও উৎসাহের মুহুর্ত হয়ে উঠেছে।” শ্রীভূমির সাবেকি বেসে দেবী দর্শন আর আলোকসজ্জায় পুজো মন্ডব সঙ্গে সঙ্গে মহারাজ দর্শন এই দুই আকর্ষণ মিলিয়ে নবমীর রাত যেন অন্য মাত্রা পেল শ্রীভূমিতে।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ