উল্টোডাঙায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ২০৮ টি পরিবারের নতুন ঠিকানা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ৪ জুলাই শুক্রবার, কলকাতা পুরসভা ঘোষণা করেছে, উল্টোডাঙার বাসন্তী কলোনির পূর্বালি পার্ক এলাকায় ‘বাংলার বাড়ি’ নামে একটি নতুন আবাসন প্রকল্পের শিলান্যাস হয়েছে। এই প্রকল্পে মোট ২০৮টি পরিবারের জন্য ১৩টি চারতলা ভবন নির্মিত হবে। প্রতিটি ফ্ল্যাট প্রায় ৩০০ বর্গফুট জায়গাসহ ডিজাইন করা হয়েছে, যাতে পরিবারগুলো নিজের মতো করে নিরাপদ, সুস্থ ও সুষ্ঠু জীবন যাপন করতে পারে। বর্তমানে, ওই পরিবারগুলো খালপাড়ের তীরে অস্থায়ী বাস করছেন, যেখানে জল বা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন । নতুন ফ্ল্যাটে প্রতিটি পরিবার পাবেন নিজস্ব জল ও বিদ্যুৎ সংযোগ, যার ফলে বিদ্যুতের বিল ভাগাভাগির ঝামেলাও থাকবে না।

এই প্রকল্পের ফলে বিশেষ করে অগ্নিকাণ্ডের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমবে। বাসন্তী কলোনিতে গত ১৫–১৬ বছরে বারবার উচ্চ মাত্রার আগুনের ঘটনা ঘটেছে। তার ফলে বহু পরিবার অস্থায়ীভাবে বাস করতে বাধ্য হয়েছেন । নতুন ফ্ল্যাটগুলো স্থায়ী পুনর্বাসনের পথ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তিরঞ্জন কুণ্ডু জানিয়েছেন, “নিজেদের ফ্ল্যাটে নিরাপদভাবে বাস, নিজস্ব শৌচাগার ও জল পাওয়া এসব ওদের স্বপ্ন যা পূরণ হওয়া শুরু হচ্ছে।”

তবে একই এলাকায় রেল লাইনে মজুত থাকা কলোনিগুলোর পুনর্বাসনের ব্যবস্থা এখনও অনিশ্চিত, কারণ ওই জমি রেলের অধীনে রয়েছে, যা প্রকল্পের পরবর্তী বিস্তারে বাধা হিসেবে কাজ করছে। যদি তা সরকারের অধীনে দেওয়া হয় তবে সেখানেও বসত বাড়ি তৈরি হবে বলে জানিয়েছে সরকার।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment