দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটো বেজে ১৫ মিনিট শহরের ব্যস্ততম দক্ষিনেশ্বর মেট্রো স্টেশন রণক্ষেত্রের চেহারা নিল। টিকিট কাউন্টারের সামনে পরনে স্কুলের পোশাক পড়া দুই পড়ুয়ার মধ্যে বচসা থেকে মারামারি গড়াল ভয়ঙ্কর ছুরি আঘাতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বরানগর থেকে দক্ষিণেশ্বরে এর মধ্যেই তাদের মধ্যে ঝামেলা হয় আর তা থেকে শুরু হয় হাতাহাতি। আচমকা এক ছাত্র ছুরি বের করে দক্ষিণেশ্বর মেট্রো টিকিট কাউন্টারের সামনে আর এক ছাত্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।
ঘটনায় গুরুতর জখম অবস্থায় এক ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্র ১৭ বছর বয়সী আরম বাজারের বাসিন্দা মনোজিৎ যাদব। তারই সহপাঠী চারজন একসাথে মেট্রোতে করে দক্ষিণেশ্বরে ফিরছিলেন। মনোজিতের বাড়ি দক্ষিণেশ্বর থেকে ১ কিলোমিটারের পথ। প্রত্যেক দিনই যাতায়াত করতো শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর মেট্রোতে একসাথে।জানা যায় বাগবাজার হাই স্কুলের তিন ছাত্র তারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক।আক্রমণকারী ওই যুবক আগরপাড়ার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ব্যক্তিগত কারণে দুই ছাত্রের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। তবে হামলার মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে খুঁজে বের করতে শুরু করেছে তল্লাশি অভিযান। অভিযোগ ওঠার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় মেট্রো রেল পুলিশ ও স্থানীয় থানার কর্তারা। DIG, RPF-কে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বর্তমানে দক্ষিনেশ্বর মেট্রো স্টেশন থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে এই ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে আসছে মেট্রো স্টেশনে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন যাত্রীরা। স্কুল পড়ুয়াদের ব্যাগের মধ্যে ছুরি, কিন্তু সেই ছুরি স্ক্যানার এ ধরা পড়লো না এ কি করে সম্ভব। তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো রেল স্টেশনে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ