সুকান্ত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাকযুদ্ধ

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: রাজনৈতিক মহলে বর্তমানে দুটি নাম জ্বল জ্বল করছে কল্যাণ বনাম সুকান্ত। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আর কয়েকটা মাসেরই অপেক্ষা, তারপরেই ভোট, তাই জোর কদমে চলছে তাদের কাজ আর রাজনীতির নামে দিব্যি। শ্রীরামপুরের রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছোড়া চ্যালেঞ্জের জবাবে এবার সরাসরি মাঠে নামলেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার শ্রীরামপুরে একটি বিশাল বাইক র‍্যালি করলেন সুকান্ত। তিনি বলেন, “খেলার ডাক দিয়েছে, আমরা মাঠেই আছি। শ্রীরামপুরে দাঁড়িয়ে আমি বলছি, যারা চ্যালেঞ্জ করেছে, তারা এখন চুপ করে বসে আছে।”

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগেই। হাওড়ার জগতবল্লভপুরে এক তৃণমূল কর্মসূচিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদারকে নাম না করে কটাক্ষ ছুড়ে বলেন, “আয় সুকান্ত, আয় এখানে যা লোক আছে, পায়ের নিচে পড়ে প্রাণ চলে যাবে।” তাঁর সেই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

এর পরই পাল্টা জবাব দেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শনিবার দুপুরে শ্রীরামপুরের স্টেশন মোড় থেকে শুরু হয় তাঁর নেতৃত্বে বিজেপির বাইক র‍্যালি। র‍্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি কর্মীদের স্লোগান, মুখর হয়ে ওঠে মঞ্চে উঠে চারিদিক।সুকান্ত বলেন, “কল্যাণবাবু যতই হুমকি দিন, বাংলার মানুষ ভয় পায় না। আসন্ন নির্বাচনে শ্রীরামপুরে তৃণমূলের পতন নিশ্চিত।”

রাজনৈতিক মহলে এই বক্তব্যে নড়েচড়ে বসেছে দুই শিবিরই। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পাল্টা মন্তব্য করে বলেছে, “বিজেপি মাঠে নেই, তাই এভাবে চমক দেওয়ার চেষ্টা করছে।” অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, তৃণমূলের ভয়ই তাদের এই রকম অস্থির আচরণের কারণ।

বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে শ্রীরামপুরে এই প্রকাশ্য চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা তুঙ্গে ‘কে খেলায় জিতবে, কল্যাণ না সুকান্ত?’ এ নিয়ে বেশ তালগোল চলছে আমজনতার মধ্যে।

Related posts

Leave a Comment