দুবেলা, কৃশানু দে: মোটা অঙ্কের গ্যাঁটের কড়ি খসিয়েও লিওনেল মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ আছড়ে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাঁকে এক ঝলক দেখতে না–পেয়ে মন ভেঙেছে বাঙালি ফুটবলপ্রেমীদের। সেই ক্ষতে এবার মলম লাগবে ‘খেলার উৎসব’। নতুন বছরের শুরুতেই ক্রীড়াপ্রেমীদের জন্য খেলার উৎসব নিয়ে হাজির দক্ষিণ শহরতলীর একটি সংগঠন। জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে খিদিরপুর উৎসব কমিটি। ১৭তম ক্রীড়া প্রতিযোগিতায়, বাংলা এবং ভিন রাজ্যের পেশাদার–অপেশাদার খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃশীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট. উপাধি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠানের সূচনা করলেন কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক রাজেশকুমার শ, মকসুদ খান, শান্তনু সেন ও রিজওয়ান আহমেদ। তাঁরা জানিয়েছেন, খিদিরপুরের নবাব আলি পার্কে ১৬ এবং ১৭ জানুয়ারি, দু’দিন ধরে এই ক্রীড়া উৎসব চলবে। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে থাকছে, কিক বক্সিং, প্রো বক্সিং, অ্যামেচার বক্সিং, জুডো, ক্যারাটে,এমএমএ, মৈথাই, গ্রাপলিং ছাড়াও অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো।
আরও পড়ুনঃ
পাশাপাশি ১৮ জানুয়ারি হরিসভা স্ট্রিটের হনুমান মন্দিরের কাছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে। একইসঙ্গে এদিন সামাজিক কর্মসূচিও পালন করা হবে। যেমন, বস্ত্র, কম্বল, ট্রাই সাইকেল, ভ্যানরিক্সা ছাড়াও শিক্ষার সরঞ্জাম বিতরণ করা হবে। ওদিকে চক্ষু পরীক্ষা, রক্তদান, স্বাস্থ্য শিবির ও পুরস্কারও বিতরণ করা হবে। পাশাপাশি প্রতিযোগিতা শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
