দুবেলা, পুজা বসুঃ আর জি কর কান্ডের একবছর হতে চলেছে ৯ আগস্ট। বিচারের দাবিতে পথে নামে মানুষ তবে বিচার এখনো অধরাই। এতদিনেও বিচার না মেলায় আজ সিজিও অভিযান করে ‘অভয়া মঞ্চ’। তাদের সাথে ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’ ও যোগ দেয় অভিযানে। হাতে ঝাঁটা ও প্রতীকী তালা- চাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা।
৮ আগস্ট ২০২৪ এর রাতে আরজিকর হাসপতালে ধর্ষন ও খুন হয় এক তরুণী চিকিৎসক। সেই ঘটনার একবছর পূরণ হতে আর কয়েকদিনই বাকি। তবুও মেলেনি বিচার। তার প্রতিবাদে আজ বিকেলে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান চালায় সংগঠন দুটি। তিলোত্তমা মৃত্যুর একবছর পূরণে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের তরফে , তারই অংশ ছিল এই সিজিও অভিযান।
প্রতিবাদে অংশগ্রহণকারীদের হাতে ছিল ঝাঁটা আর প্রতীকী তালা- চাবি। সিজিও কমপ্লেক্সর গেটের সামনে তালাচাবি ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে ঝাঁটা ছুঁড়ে প্রতিবাদ জানায় তারা। এদিন অভ্য়া মঞ্চের তরফে ৭ জনের একটি টিম ডেপুটেশন জমা দেন। তাদের দাবি,” তদন্তের অগ্রগতি নেই। যাদের নাম তদন্তে এসেছিল, তাদের নিয়েও চুপ সিবিআই। আমার জানতে চাই, কেন এখনো বিচার হয়নি।”
তারা আরো বলেন,” এখানেই শেষ নয়, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন নামা হবে।” এই প্রসঙ্গে উল্লেখ্য, ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়াছেন তিলোত্তমার মা-বাবা। অভয়া মঞ্চের তরফে সেইদিনই কালীঘাট চলো-র ডাক দেওয়া হয়েছে। এছাড়া, ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ট – র তরফে আগের দিন শ্যামবাজারে রাত দখলের ঘোষণা করা হয়েছে। যদিও কালীঘাট অভিযানের অনুমতি মেলেনি প্রশাসনের তরফে।
তারপরই অভয়া মঞ্চের তরফে কলকাতা পুলিশকে ইমেইল করে হাজরা থেকে হরিশ চ্যাটার্জি রোড পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হলে মেলেনি তাও। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার অর্থাৎ BNSS-র ১৬৩ ধারা জারি করা আছে ওই অঞ্চলে। ফলে প্রশাসনের অনুমতি ছাড়া কর্মসূচি করলে আইনি পদক্ষেপের কথাও ইমেইলে উল্লেখ করে কলকাতাপুলিশ।তার পরিবর্তে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল ও শ্যামবাজার মেট্রোর গেটের সামনে সমাবেশের প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে। যদিও এই বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি অভয়া মঞ্চ।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ