যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই নানান সমালোচনায় সবার আগে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র তার অসাধারণ কৃতিত্বের মাধ্যমে নজর কেড়েছেন গোটা দেশের। সফটওয়্যার ও প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি বহুজাতিক সংস্থা বেঙ্গালুরুতে নিযুক্ত করেছে তাকে। বার্ষিক প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা। এত বড় একটি প্যাকেজে একজন ছাত্রের নিয়োগ, বিশেষ করে ভারতে থেকে পাস করা একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জন্য, নিঃসন্দেহে এক বিরল সম্মানের ঘটনা। এর আগেও এমন বাইরের দেশে গিয়ে এমন চাকরি পেয়েছে অনেকেই সেখানে ১ কোটি ৮০ লক্ষ টাকা অবদি বর্ষিক প্যাকেজ ছিল। তবে ভারতের বুকে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুরুয়া রেকর্ড গরলেন এবার। দেশেই পেয়ে গেলেন এত বড়ো সাফল্য।

প্রাপ্ত তথ্যানুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই ছাত্র সম্প্রতি ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হন। দেশি ও বিদেশি বহু নামজাদা কোম্পানি প্রতিবছর যাদবপুরে আসলেও, এবারের নিয়োগটি নজিরবিহীন। বেঙ্গালুরু ভিত্তিক এই সংস্থা আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে এবং প্রযুক্তির উদ্ভাবনে বিশ্বজুড়ে প্রশংসিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রটি তার একাডেমিক কৃতিত্ব, প্রজেক্ট ও কোডিং দক্ষতার মাধ্যমে শুরু থেকেই নিজেকে আলাদাভাবে প্রমাণ করতে পেরেছিলেন। ইন্টারভিউ প্রক্রিয়া ছিল কঠিন এবং বহু ধাপে ভাগ করা। ফাইনাল রাউন্ডে তার প্রেজেন্টেশন ও সমস্যা সমাধানের দক্ষতা দেখে সংস্থার কর্মকর্তারা মুগ্ধ হন।

এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষকরা বলছেন, এটি শুধু যাদবপুর নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের জন্য এক গৌরবের মুহূর্ত। ছাত্রটির ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সহপাঠীরা ও সমাজের বিভিন্ন মহল। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হলো, সঠিক সুযোগ ও অধ্যবসায় থাকলে দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করা সম্ভব।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment