দুবেলা, পূজা বোস: এসএসসি দুর্নীতি মামলায় চাকরী গেছে বহু নির্দোষ মানুষের। বহুদিন ধরেই তারা আন্দোলন ও করছেন তবে ফল তেমন হয়নি। ২১ জুলাইয়ের দিন চাকরিহারা প্রার্থীদের একাংশ দিল্লির উদ্দেশ্য রওনা হয়েছিলেন , সেখানেও চলছে কর্মসূচি। এবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী , চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথমঞ্চের তরফে ২৮ জুলাই দেওয়া হল ‘নবান্ন অভিযানে’ ডাক ।
বহুদিনধরেই বঞ্চিত তারা, আন্দোলন করেও বিশেষ লাভ হয়নি তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন বঞ্চিত চাকরিহারা প্রার্থীরা। ২৮ জুলাই চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে দেওয়া হয়েছে এই ‘ ‘নবান্ন অভিযান’- র ডাক। এই উদ্দেশ্য নবান্নে চিঠিও পাঠিয়েছেন তারা। চিঠিতে তাদের বক্তব্য,” অনেকের বয়স পেরিয়ে গেছে , যারা এখনো সরকারি পরিষেবা পাচ্ছেন তাদের অনেকই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলোচনায় বসলে অনেক পরিবার আশার আলো দেখতে পাবে।”
তারা আরো বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের অসহায়তার কথা তুলে ধরতে চান মুখ্যমন্ত্রীর কাছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চান তারা। তাঁদের অনুরোধ,ওই দিন নবান্নে উপস্থিত থেকে যেন তাদের প্রতিনিধির সাথে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।চাকরিহারা প্রার্থীদের তরফে জানানো হয়েছে,” বছরের পর বছর আমরা ন্যায়সঙ্গত চাকরির দাবিতে আন্দোলন করে চলেছি। কিন্তু প্রতিবারই নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি এবং স্বচ্ছতার অভাবে আমরা প্রতারিত হয়েছি। এবার চাই মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন, আমাদের কথা শুনুন এবং সমস্যার সমাধানে এগিয়ে আসুন।”

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ