দুবেলা, রিয়া বিশ্বাস: বৃষ্টির যেন কোনো বিদায় নেই। টানা প্রত্যেকটা দিন বৃষ্টি। আর তার ফলেই জমে রয়েছে জল। রাস্তাঘাট, মাঠ এমনকি বাড়ির ভেতরে ও জল ঢুকে রয়েছে উত্তর দমদমের বারাতি ডেবিনগরে শনিবার সকালে এক মাত্র পাঁচ মাস বয়সি শিশু কন্যা, রিশিকা ঘোষাই, মাতার অচেতন মুহূর্তে ঘরের ভেতরে জমে থাকা জলে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে। হঠাৎ শিশুটি খাট থেকে পড়ে ঘরের ভিতরে জমে থাকা বর্ষাজলেই ডুবে যায়। দ্রুত প্রথমে উত্তর দমদম পৌর হাসপাতলে নেওয়া হলেও, বিকেআরয় শিশু হাসপাতালে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।
দীর্ঘ দিন ধরে বিতর্কিত গড়নের ও নিম্নভূমির কারণ উত্তর দমদমের ওয়াড ১৩-এ ভেতরে জল জমে থাকে, আঙুল থেকে হাঁটু উচ্চতায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘ অভিযোগ উপেক্ষিত থেকে গেছে, ফলে এমন প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর দাবি করেছেন, পূর্ব সরকারই এ অবস্থা সৃষ্টি করেছিল, বর্তমান প্রশাসন আগামী দিনে দ্রুত নিকাশি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে তবে আজকের ভয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয়দের উত্তাপ স্পষ্ট। এক জন প্রতিবেশী বললেন “ সমস্যার কথা বারবার জানিয়েছি, কিন্তু জল নামছে না। এক শিশুর মৃত্যু মেনে নেওয়া যায় না।” এক মহিলা আরও যোগ করেন, “আমরা ঘরে বসে জল ভরে ভাসি, এই অবস্থায় যেন কেউ নিরাপদ নয়।”
পুরসভা থেকে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি না আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ ও পৌর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন, এবং পরবর্তী তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। রিশিকার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও দ্রুত নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে সবার থেকেই।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ