দুবেলা, রিয়া বিশ্বাস: ১৯ জুলাই শনিবার,উত্তেজনাপূর্ণ এক বড় উদ্ধার নিয়ে আলোড়ন ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট এলাকায় অবস্থিত “রয়্যাল” নামে একটি হোটেল (বা গেস্ট হাউস) থেকে পুলিশ এক বিশাল পরিমাণে জাল ভারতীয় নোট উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৯ কোটি থেকে ১০ কোটি মূল্যে এই জাল নোট পেয়েছে তারা।
অভিযানে সন্দেহভাজন দুইজন দেবব্রত চক্রবর্তী (মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা) ও সিরাজউদ্দিন মোল্লা (জীবনতলা, ক্যানিং) কে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুক্রবার দুপুরে হোটেলে ‘রুম নং ২০৬’ তে ঢুকে স্যুটকেস ও ব্যাগের মধ্যে ওই নোট ভরে রাখে বলে জানাচ্ছেন স্থানীয় সূত্র। হোটেলের রিসেপশনে এসে স্বাভাবিকভাবে রুম ভাড়া নিয়ে যান তারা। তবে স্থানীয় দোকানদার ওই নোট দেখতে সন্দেহ হলে পুলিশে খবর দেয়,পুলিশ রাতেই হোটেলে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের জাল নোট বাজেয়াপ্ত করে ।
পুলিশের ফাঁকিবহির্ভূত ধারনা, এই অপারেশন বড় ধরনের অপরাধ বা অর্থ লাউন্ডেরিং শুধু সীমান্তপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সংগঠিত হতে পারে । কিছু আসল নোটও উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া পাচারের কাজে ব্যবহার হয় এমন নোট পাঞ্চিং মেশিন ও নেপালি মুদ্রাও পাওয়া গেছে।
যদিও চাঞ্চল্যকর এই ঘটনা শেখ শাহজাহান -এর আশে-পাশে চলা হোটেলটি কেন্দ্র করে গড়ে উঠেছে। স্থানীয় মালিক বাপ্পাদিত্য মণ্ডলের মালিকানাধীন জায়গা হলেও, হোটেলটির পুরনো পরিচিতি উত্তেজনা বাড়িয়েছে । হোটেলটি একসময় সন্দেশখালির আগ্রাসী রাজনৈতিক চেহারা বলেও বিবেচিত হয়েছে।
বর্তমানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুইজনকে বসিরহাট আদালতে হাজির করে হেফাজতে রাখার আবেদন করা হবে। তাদের বিরুদ্ধে সমস্যার প্রকৃতি, যোগসাজশ, অর্থ Laundering-এ জড়িত অন্য কারা এসব কিছুই দৃঢ়ভাবে জানার চেষ্টা করছে তদন্তকারী দল। আরও সম্ভাব্য জায়গায় অভিযান পরিচালনা করা হতে পারে কারণ প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে যে, আরো নথি ও নোট কোথাও লুকানো থাকতে পারে।
এই ঘটনা সন্দেশখালি এলাকা ও উত্তপ্ত সীমানাপ্রান্ত অঞ্চলে এক বড় ধরনের নজরদারি ও নিরাপত্তা উন্নত করার প্রেক্ষাপটে সর্তকতা বাড়িয়েছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ