১৫ বছরের অপেক্ষার অবসান, মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে ছাড়পত্র!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৬ জুলাই ২০২৫, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেণের নেতৃত্বে এক বেঞ্চ দীর্ঘ ১৫ বছরের আইনি জট কাটিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ‑ডি কর্মী নিয়োগে স্পষ্ট ছাড়পত্র দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছেন আগামী ২১ দিনের ভিতর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং সমস্ত নিয়োগ কার্যকর করতে হবে ২০১০ সালের নিয়োগবিধি মেনেই।

২০০৯‑১০ সালের বাম সরকার নির্বাচন করে মাদ্রাসাগুলিতে ২৯২টি গ্রুপ‑ডি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরের বছর, নিম্ন পরীক্ষা হলেও পরীক্ষার পদ্ধতি ও স্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠে এবং একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । কয়েক বছর পর কমিশন পুনরায় পরীক্ষা নেয়, কিন্তু আইনি লড়াই থামেনি ।

আজকের রায় মাদ্রাসা কমিশনকে স্পষ্ট বলে দিয়েছে, “আর কোনও আইনি বাধা নেই”, এবং কমিশনকে সময়সীমার মধ্যে ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । কর্মসংস্থান পাবে ২৯২টি পদে প্রার্থী যারা প্রায় দেড় দশক চাকরির অপেক্ষা করছেন ।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুমনশঙ্কর চট্টোপাধ্যায় আজ আদালতে আবেদন করেন, তাঁরা জানান দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ন্যায়বিচার রূপ পেয়েছে ।এই রায় বহু প্রতীক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা।

Related posts

Leave a Comment