DVC জল ছাড়ায় জেলায় জেলায় দুর্ভোগ

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস:  টানা বর্ষণের জেরে বাঁধের জলস্তর দ্রুত বাড়ছিল। পরিস্থিতি সামলাতে শুক্রবার সকালে ড্যাম থেকে জল ছাড়তে বাধ্য হল ডিভিসি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রায় ৬০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত থেকে ৪৫ হাজার কিউসেক জল,এবং মাইথন থেকে ১৫ হাজার কিউসেক জল ছাড়া হলো। বর্তমানে জেলায় জেলায় দুর্ভোগ পরিস্থিতি।

এই জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া সহ একাধিক জেলার নদী উপচে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া দপ্তরের খবর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন আরও বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

ডিভিসি কর্তৃপক্ষের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জল ছাড়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে নদী সংলগ্ন গ্রামগুলিতে। প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment