দুবেলা, পুজা বসুঃ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত আপাতত কমলেও, আবারো তীব্র বৃষ্টির জেরে ভাসতে চলেছে উত্তরের জেলাগুলি। আবহাওয়া দফতরের তরফে জারী লাল সতর্কতাও। সমুদ্রপৃষ্ঠে তৈরি হওয়া ঘূর্ণবাতটি বর্তমানে উত্তরবঙ্গের দিকে সরে গেছে। সাথে মৌসুমী বায়ুর প্রভাবে ও তীব্র অস্বস্তির কারনে ২-৪ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস।
শনিবার ও রবিবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। এছাড়াও হিমালয় অধ্যুষিত এলাকায় অর্থাৎ দার্জিলিঙ ও কালিম্পং- এর দু-একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায়, এই দুটি জেলায় আবহাওয়ায় দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ৩০-৪০ কি. মিঃ বেগে বইতে পারে ঝড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর সূত্রে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কম – বেশী সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান সহ উত্তর ২৪ পরগনা জেলায় সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে বইতে পারে ঝড়ো হাওয়াও। শনিবার কলকাতার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মোটামুটি পরিষ্কার আকাশ থাকলেও বাতাসের আর্দ্রতার জেরে অস্বস্তির সৃষ্টি হয়।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ