বিজেপি বিধায়ক সুব্রত বনাম সাংসদ শান্তনুর বিবাদ, তৃণমূলে যোগ দেবেন সুব্রত ঠাকুর!

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : লোকসভা ও বিধানসভায় নির্বাচিত দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে খোলামেলা বিরোধ দেখা দিয়েছে মতুয়া মহাসংঘের আধিপত্য ও ধর্মীয় কার্ড তৈরি কেন্দ্র করে। শান্তনু ঠাকুর সম্প্রীতি নাঠ মন্দিরে ভক্তদের জন্য পরিচয়পত্র তৈরি করতে ক্যাম্প বসালে, সেখানে বাধা দেন তার দাদা সুব্রত ঠাকুর। এর জেরে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। অভিযোগ উঠেছে, শান্তনু নিজের মাকেও অপমান করেছেন।

এমন পরিস্থিতিতে সুব্রত ঠাকুর ও তাদের মা ছবি রানী ঠাকুর তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের দ্বারস্থ হয়েছেন। ছবি রানী স্পষ্ট জানিয়েছেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে দুই ভাইয়ের সমান অধিকার থাকা উচিত। শান্তনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মতুয়া মহাসংঘের সমস্ত অধিকার নিজের হাতে কেন্দ্রীভূত করতে চাইছেন। অন্যদিকে, শান্তনু দাবি করেছেন, সুব্রত ঠাকুর তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও সুব্রতর বক্তব্য, এটি রাজনৈতিক লড়াই নয়, বরং অধিকারের প্রশ্ন।

ঠাকুরবাড়ির ভেতরের এই টানাপোড়েন প্রকাশ্যে আসতেই ফের স্পষ্ট হলো বিজেপির ভিতরের অন্দরের দ্বন্দ্ব। এখন দেখার বিষয়, এই পারিবারিক ও রাজনৈতিক সংঘাত কোন পথে গড়ায়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment