দুবেলা, কৃশানু দে: ভারতের তরফে বিশ্বে ‘শান্তির বার্তা’ দিলেন পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত আন্তর্জাতিক বিশ্ব শান্তি সম্মেলনে শান্তির বার্তা দিয়েছেন চিত্রশিল্পী স্বাতী ঘোষ। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলের চেওংজুতে অনুষ্ঠিত হয়েছে ১৮তম বিশ্ব শান্তি সম্মেলন। সেখানে কলকাতার চিত্রশিল্পী স্বাতী ঘোষ শান্তির বার্তা দিয়েছেন। ভারতের প্রতিনিধিত্ব করে বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্বাতী। তিনি শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। চলতি বছরে ভারত, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের তিনজন আন্তর্জাতিক বিচারককে IWPG আমন্ত্রণ জানিয়েছিল, যাদের মধ্যে স্বাতী ঘোষ অন্যতম ছিলেন।
আরও পড়ুনঃ বিহার ও বাংলার ভোটের আগে GST কাঠামো পরিবর্তনে বড় চমক মোদির সরকারের
আলোচনার কেন্দ্রীয় বিষয় ছিল নারী নেতৃত্ব, শান্তি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং ‘শান্তি ঘোষণা এবং যুদ্ধ বন্ধ’–এর মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কৌশল।বিশ্বজুড়ে ৭৭০ জনেরও বেশি প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, জাতীয় পরিষদের বক্তা, আধ্যাত্মিক নেতা এবং নারী ও যুব সংগঠনের সদস্যরা এই বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করেন।
এই বিষয়ে স্বাতী ঘোষ বলেন, ‘এমন একটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমার মূল লক্ষ্য শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। নারীরা শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে।’
আরও পড়ুনঃ ১.৪০ কোটি টাকার ঋণ এড়াতে, মৃত্যুর ভান
তিনি আরও বলেন যে, ‘ভবিষ্যতে তিনি ভারতেও অনুরূপ আন্তর্জাতিক কর্মশালা আয়োজন করতে চান, যেখানে শিল্পের মাধ্যমে শান্তি ও শিক্ষামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত করা যেতে পারে।’ আয়োজকরা জানিয়েছেন যে, শিল্প ও সংস্কৃতি বিশ্বব্যাপী শান্তি শিক্ষা সম্প্রসারণ এবং নারী নেতৃত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাতী ঘোষের শৈল্পিক কাজ এবং তার শান্তির বার্তাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন এবং তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে শান্তির দূত হিসেবে সম্মানিত করেছেন।
আরও পড়ুনঃ ব্যাটারি লাইফ নিয়ে উঠছে প্রশ্ন: অ্যাপলের সর্বশেষ আপডেট iOS ২৬
প্রসঙ্গত, আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রিস্টোরেশন অফ লাইট (HWPL) এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে, যা আন্তর্জাতিক মহিলা শান্তি গোষ্ঠী (IWPG) এবং আন্তর্জাতিক যুব শান্তি গোষ্ঠী (IPYG)–সহ সংস্থাগুলির সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার জন্য নিবেদিত। সংশ্লিষ্ট বিশ্ব সম্মেলন ফি বছর এই তিন গোষ্ঠী দ্বারা আয়োজিত হয়। এই বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলনে স্বীকৃতি ভারতের জন্য গর্বের বিষয়, যা প্রমাণ করে যে শিল্পীরাও বিশ্বব্যাপী শান্তি উদ্যোগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ