দুবেলা, রিয়া বিশ্বাস: ভারতের জাতীয় চেতনার অন্যতম প্রতীক ‘বন্দে মাতারাম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ব্যাপক উদযাপনের আয়োজন করা হয়েছে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে তুলতে কেন্দ্র সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা থেকে অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয়েছে। সংস্কৃতি, সংগীত ও দেশাত্মবোধের মেলবন্ধনে এই উদযাপনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া মিলেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৪১৪ জনের। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে বলে প্রশাসনিক মহলের ধারণা।
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিযোগীদের প্রতিভাকে জাতীয় স্তরে তুলে ধরাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। সেই কারণে প্রতিযোগিতার মান ও পরিকাঠামোকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে অনলাইন মূল্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। স্কুল-কলেজ, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও এই উদযাপনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, ‘বন্দে মাতারাম’-এর ১৫০ বছর পূর্তি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস।
সব মিলিয়ে, বিপুল সংখ্যক আবেদন ও সর্বভারতীয় স্তরের পরিকল্পনার মাধ্যমে ‘বন্দে মাতারাম ১৫০ বছর’ উদযাপন ইতিমধ্যেই রাজ্য ও দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ গুরুত্ব অর্জন করেছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
