র‍্যাগিং এর শিকার অভিনেতা তেজ, তা নিয়ে কি বললেন সুদীপ্তা!

Spread the love

দুবেলাঃ সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রে র‍্যাগিং এর কথা মনে আছে? যার ফলে ওই ছাত্রের অকালে জীবন দিতে হয়। এমনই কিছু বাস্তব র‍্যাগিং এর গল্প নিয়ে পেক্ষাগৃহে আসতে চলেছে ‘তেঁতো’ সিনেমা৷

গতকাল এই ‘তেঁতো’ ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল সাউথ সিটি মলের এক পানশালায়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির পরিচালক থেকে বাকি কলাকুশলীরা।
এই ছবির গল্প সাধারণ মানুষের জীবন বদলে দিতে পারে। শুধু থ্রিলার নয় এই ‘তেঁতো’ ছবিতে রয়েছে ভালোবাসার গল্প। পুরো ছবিটার শুটিং হয়েছে গোটা দার্জিলিং জুরে।

হীরা দেবী প্রযোজিত এই ‘তেঁতো’ ছবির পরিচালক স্বর্নশেখর জোয়ারদার, এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা তেজ, রাজেশ শর্মা, অয়ন মুখার্জি এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অঙ্কুশ্রী চক্রবর্তী ও অরুন্ধতী চক্রবর্তী সহ আরও অনেকে।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment