দুবেলাঃ ২রা ডিসেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আয়োজিত “Locating Modernity: Displaying Time In The Region” বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের প্রধান আকর্ষণ ছিল মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রূপ কুমার বর্মণ-এর লেখা—Kingdom Formation in Precolonial India: A Historical Study on the Koch Kingdom, c. 1540-1773 (Delhi, Primus Books, 2025) গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন।
ভূমিকা ও উপসংহার বাদে গ্রন্থটি সাতটি অধ্যায়ে বিন্যস্ত। লেখক এই গ্রন্থে সুনিপুণভাবে সেই সময়কালের প্রাক্-ঔপনিবেশিক ভারতের রাজ্যগঠন প্রক্রিয়ার ইতিহাসকে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গী থেকে ব্যাখ্যা করেছেন। ভারতীয় উপমহাদেশে রাষ্ট্র গঠন প্রক্রিয়াটি কয়েক দশক ধরে ইতিহাসবিদ এবং সমাজবিজ্ঞানীদের মধ্যে গবেষণার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁদের দৃষ্টভঙ্গী এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাষ্ট্র গঠনের বিভিন্ন মডেল ও ধারণা পাওয়া যায়।

এই গ্রন্থে লেখক প্রধানত কোচ রাজ্যের প্রাক্-ঔপনিবেশিক ইতিহাস পরীক্ষা করে রাজ্য গঠনের একটি বিকল্প মডেলের সম্ভাবনা অনুসন্ধান করেছেন। এই মডেলটি ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তিস্তা–ব্রহ্মপুত্র অববাহিকায় বিকশিত হয়েছিল। গ্রন্থটি রাজ্যগঠনে যুদ্ধের ভূমিকা, রাজনৈতিক কর্তৃত্বের কেন্দ্রীকরণ, অস্বাভাবিক উপায়ে উদ্বৃত্ত বরাদ্দ, অর্থনীতির মুদ্রাকরণ, এবং শাসক ও শাসিতের সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক—এই সব বিষয়ে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে।
আলোচনায় রাষ্ট্রগঠন প্রক্রিয়ার তাত্ত্বিক ভিত্তি, ভারতীয় উপমহাদেশে রাজ্যগঠন প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার প্রেক্ষাপট সংক্রান্ত বক্তব্যগুলো উঠে এসেছে। গ্রন্থটি সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য প্রফেসর ড. রঞ্জন চক্রবর্তী। তিনি আশাপ্রকাশ করেন যে, এই গ্রন্থটি ভারতীয় ইতিহাস চর্চার ইতিহাসে নবদিগন্তের সূচনা করবে এবং উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গ সম্পর্কে গবেষণার ক্ষেত্রকে প্রসারিত করবে।
এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ চেয়ার প্রফেসর ড. অমিত দে, কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অলোক কুমার ঘোষ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিক প্রফেসর ড. অনুরাধা কয়াল, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় নিবন্ধক ড. সৌরভ দত্ত, ও কলা অনুষদ ড. জয়ন্ত কুমার সাহা প্রমুখরা।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
