ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান দিশেহারা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ৮ মে রাতে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণ ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এই প্রত্যাঘাত অভিযান চালিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ৮ মে রাতে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করে। এর পর ভারতীয় সেনাবাহিনী ‘সাপ্রেশন অব এনিমি এয়ার ডিফেন্স’ (SEAD) ও ‘ডেস্ট্রাকশন অব এনিমি এয়ার ডিফেন্স’ (DEAD) অভিযান চালিয়ে পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে।

আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই ধরনের সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হতে পারে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment