ব্যক্তিগত জীবনের গুঞ্জনের নীরবতা ভাঙলেন মান্ধানা

Spread the love

দুবেলা , সোমদত্তা ঘোষ: ভারতের মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা অবশেষে নিশ্চিত করলেন যে সংগীত পরিচালক পলাশ মুছালের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে চলা নানা জল্পনার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেন এবং দুই পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদন করেন।

নিজের ব্যক্তিগত জীবনের গুঞ্জনের নীরবতা ভেঙে মান্ধানা লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক কথাবার্তা চলছে। আমি খুব ব্যক্তিগত মানুষ, তাই এমন বিষয়ে আমি প্রকাশ্যে কথা বলতে চাই না। কিন্তু এবার জানানো দরকার যে –বিয়ে বাতিল করা হয়েছে।” তিনি আরও লেখেন, “আমি চাই এই বিষয়টি এখানেই শেষ হোক। আপনাদেরও অনুরোধ করছি, দয়া করে দুই পরিবারের গোপনীয় তাকে সম্মান করুন। আমাদের যেন নিজেদের মতো করে সময় নিয়ে সবকিছু সামলে এগিয়ে যেতে দেওয়া হয়।

মান্ধনা জানান জীবনের এই পরিস্থিতিতেও তার সবচেয়ে বড় অগ্রাধিকার ক্রিকেটই।আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করায়ই তাঁর স্বপ্ন এবং সেই লক্ষ্য থেকে তিনি সরে যাচ্ছেন না। তিনি আরও লিখেছেন আজ আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় উদ্দেশ্য থাকে।আমার সেই উদ্দেশ্য সবসময়ই দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা। ভারতকে প্রতিনিধিত্ব করতে চাই,দেশের জন্য জেতার চেষ্টা করতে চাই –এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। “

প্রায় এক দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেটের এর অন্যতম মুখ হিসেবে মান্দানা দলের ভরসা হয়ে উঠেছেন। ২০২৬ সালের ব্যস্ত ক্রিকেটসূচি সামনে রেখে তিনি আবারও জানালেন– পেশাগত দায়িত্বই এখন তার প্রথম অগ্রাধিকার।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment