ভবানীপুর নিয়ে পিছুটান শুভেন্দুর?

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শভেন্দু অধিকারীর মক্তব্যে রীতিমতো জল্পনার সৃষ্টি হয়েছে। এবার কি নিজের অবস্থান বদল করলেন রাজ্যের বিরোধী প্রার্থী শুভেন্দু অধিকারী বহু প্রশ্ন উঠে আসছে এই প্রসঙ্গে। তিনি এবার হুঁশিয়ারি দিলেন ভবানীপুরে বিজেপি প্রার্থী দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে কে হাড়াবেন। তবে কি এবার পিছুটান শুভেন্দু অধিকারীর?

আরও পড়ুন: ৮ বছর পর ফুরফুরা শরিফে মমতা, কটাক্ষ শুভেন্দুর

কিছু দিন আগেই শুভেন্দু অধিকারী নিজে মুখে বলেছিলেন তিনি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়াবেন। সুকান্ত মজুমদার পর্যন্ত শুভেন্দু কে প্রমোট করার কথা বলেন।২৬ শের ভোটে কি তবে নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে চলে আসছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে চলবে মমতা বনাম শুভেন্দুর লড়াই,এ নিয়ে ব্যাপক তোলপাড় হতে দেখা গিয়েছে কয়েকদিন ধরেই।

আরও পড়ুন: শিয়ালদহ কি আগ্নেয়াস্ত্র সরবরাহকারীদের সেফ প্যাসেজ ?

তবে এবার ঠিক উল্টো হুঁশিহারি শুভেন্দুর মঙ্গলবার তিনি বলেন বিজেপি প্রার্থী দিয়েই হাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠক করেছেন শুভেন্দু, বৈঠক হয় অমিত সাহার সঙ্গেও। তারপরেই কি নিজের অবস্থান বদলের সিদ্ধান্ত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে নানান জল্পনা তুঙ্গে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment