ভারতের জার্সিতে প্রত্যাবর্তন সুনীল ছেত্রীর

Spread the love

দুবেলা, সায়ন দাস: দর্শকদের মুখে হাসি ফুটিয়ে অবসর ভেঙে ফের ভারতের হয়ে মাঠে নামতে চলেছেন সুনীল ছেত্রী। মার্চ মাসে বাংলাদেশ এবং মালদ্বীপের সঙ্গে ভারত দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সেই ম্যাচেই আবারও খেলতে দেখা যাবে সকলের প্রিয় সুনীল ছেত্রীকে।
আরও পড়ুন: গোল্ড লোনে এবার কড়াকড়ি নির্দেশ  রিজার্ভ ব্যাঙ্কের
বয়স ৪০ পেরিয়েছে। গত বছর জুন মাসে বিবেকানন্দ যুবভারতী ক্রিড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কুয়েতের সঙ্গে খেলে অবসর গ্রহণ করেন তিনি। যেই ম্যাচ গোলশুন্য অবস্থায় শেষ হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকলেও ইন্ডিয়ান সুপার লীগে চুটিয়ে খেলেছেন তিনি, করেছেন ১২টি গোল। সোনার বুটের দৌড়েও রয়েছেন। বেঙ্গালুরু এফ সি কে প্রথম ছয়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর।
আরও পড়ুন:ফাইনালে স্নায়ুযুদ্ধ জিতবে কে ভারত না নিউজিল্যান্ড!
যখন যখন দেশের দরকার হয়েছে সুনীল নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। সামনে ভারতকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। আগামী ১৯ তারিখ জহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও হংকং এবং সিঙ্গাপুরের সঙ্গে খেলতে হবে তাঁদের। এরম সময় সুনীলের দলে যোগ দেওয়া নিঃসন্দেহে দলের মনোবল বাড়াবে।

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি, আলী দাহির পরেই রয়েছে সুনীল ছেত্রীর নাম। করেছেন ৯৪টি গোল। অবসর থেকে ফেরত আসার পর গোলের সেঞ্চুরি হাকাতে পারেন কিনা সেটাই দেখার।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment