ISL এল নক আউটে কে কার মুখোমুখি?

Spread the love

দুবেলা, সায়ন দাস : আই এস এলের দীর্ঘ গ্ৰুপ স্টেজ পার করার পর ফুটবল প্রেমীদের নজর এবার নক আউটের দিকে। সমস্ত লড়াইয়ের পর প্রথম ছয়ে জায়গা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, এফ সি গোয়া, বেঙ্গালুরু এফ সি, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফ সি এবং মুম্বই সিটি এফ সি। শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ট্রফিও তাঁরা জিততে পারে কিনা সেদিকেও নজর থাকবে।

২৯ তারিখ থেকে শুরু হচ্ছে নক আউট পর্ব। ২৯ তারিখ প্রথম নক আউটে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফ সি এবং মুম্বই সিটি এফ সি। ৩০ তারিখ দ্বিতীয় নক আউটে শিলংয়ে নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট খেলবে জামশেদপুরের সঙ্গে। প্রথম নক আউট জয়ী দল ফাইনালের জন্য কোয়ালিফায়ার ম্যাচ খেলবে গোয়ার বিরুদ্ধে। যেই দল দ্বিতীয় নক আউটে জয়লাভ করবে তাঁরা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হবে।

প্রথম কোয়ালিফায়ারের প্রথম লেগ ২ তারিখ প্রথম নক আউট জয়ী দলের ঘরের মাঠে এবং দ্বিতীয় লেগ ৬ তারিখ গোয়ায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের প্রথম লেগ ৩ তারিখ দ্বিতীয় নক আউট জয়ী দলের ঘরের মাঠে এবং দ্বিতীয় লেগ ৭ তারিখ কলকাতায় অনুষ্ঠিত হবে। সকল ম্যাচ সন্ধ্যে ৭:৩০ টা থেকে শুরু হবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment