হায়দ্রাবাদের রানের পাহাড়, জিতলো চেন্নাইও

Spread the love

দুবেলা, সায়ন দাস: রবিবার আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে চেপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স।

এদিন হায়দ্রাবাদ প্রথম ব্যাট করতে নেমে রানের পাহাড় তৈরী করে। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান করে তারা। পাওয়ারপ্লেতেই ৯৪ রান তোলে তাঁরা। ট্রাভিস হেড ঝোড়ো ইনিংস খেলেন। ৩১ বলে করেন ৬৭। পাশাপাশি আগুন ঝরানো ব্যাটিং করেন ঈশান্ত কিষান। ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এছাড়া ক্লাসেন করেন ৩৯ এবং নীতিশ রেড্ডি ৩০। তুষার দেশপান্ডে ৩ টি, থিকসানা ২টি এবং সন্দীপ শর্মা ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারায় রাজস্থান। সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেলের মধ্যে ১১৬ রানের পার্টনারশীপ গড়ে উঠলেও টা কাজে আসেনি। সঞ্জু করেন ৬৬ এবং জুড়েল করেন ৭০। হেটমায়ার ৪২ এবং শুভম দুবে ৩৪ করেন। শেষে রাজস্থানের ইনিংস ৬ উইকেটের বিনিময়ে ২৪২ রানে থেমে যায়। সিমরানজিৎ এবং হর্ষল প্যাটেল ২টি করে এবং জাম্পা ও শামি ১টি উড়ে উইকেট নেন। ৪৪ রানে জয়লাভ করে নিজেদের আইপিএল অভিযান শুরু করলো হায়দ্রাবাদ। ঈশান্ত কিষান কে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

দ্বিতীয় ম্যাচে মুম্বাই প্রথম ব্যাট করতে নেমে মুম্বাই পাওয়ারপ্লে কাজে লাগাতে ব্যার্থ হয়। ৫২ রানে ৩ উইকেট পড়ে যায় তাঁদের। রোহিত, রিকেল্টন ও উইল জ্যাকস তাড়াতাড়ি সাঁঝঘরে ফিরে যান। অধিনায়ক সূর্যকুমার এবং তিলক বর্মা ইনিংস সামাল দেওয়ার চেষ্টা চালাতে থাকেন। তবে খুব একটা নিজেদের মেলে ধরতে পারেন নি তাঁরা। সূর্যকুমার করেন ২৯ এবং তিলক বর্মা করেন ৩১। শেষের দিকে নেমে ১৫ বলে ২৮ রানের ক্যামিয়ো খেলে মুম্বাইকে ১৫৫ রানে পৌঁছে দেন দীপক চাহার। চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ ৪টি উইকেট নেন, খলিল আহমেদ নেন ৩টি উইকেট, ১টি করে উইকেট পান এলিস ও অশ্বিন। রান তাঁরা করতে নেমে শুরুটা ভালোই করে চেন্নাই। ওপেনার রাহুল ত্রিপাঠী তাড়াতাড়ি আউট হলেও রাচীন রবীন্দ্র এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ইনিংস এগিয়ে নিয়ে যায়। ঋতুরাজ ৫৩ রানে আউট হওয়ার পর চেন্নাইয়ের মিডিল অর্ডারে ধস নামে। মুম্বাই ম্যাচে ফেরে। তবে রাচীন রবীন্দ্র ক্রিজে টিকে থাকে এবং অঘটনের হাত থেকে চেন্নাই কে বাঁচায়। ৪৫ বলে ৬৫ রান করেন তিনি। জাদেজা ১৭ রানে আউট হলেও তিনি অপরাজিত থাকেন। ১৯.১ ওভারেই লক্ষ্য হাসিল করে চেন্নাই। মুম্বাইয়ের হয়ে পুথুর ৩টি, দীপক চাহার এবং উইল জ্যাকস ১টি করে উইকেট পান। ম্যাচের সেরা হন নূর আহমেদ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment