হার্দিক পান্ডিয়ার ভাইরাল ওয়াচ

Spread the love

দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ টিম ইন্ডিয়ার কুং-ফু পান্ডিয়া, তারকা অলরাউন্ডার এশিয়া কাপের আগে খবরে। এশিয়া কাপ এর আগেই পান্ডিয়াকে দেখা যাচ্ছে বারবার শিরোনামে উঠে আসতে। কখনও তার বালুকাময় সোনালী চুলের স্টাইলে, আবার কখনও তার দুর্দান্ত ঘড়িতে, কখনও কখনও ভক্তদের অটোগ্রাফ দেয়ার স্টাইলেও দেখা যাচ্ছে। তিনি মাঠেও প্রচুর ঘাম ঝরাচ্ছেন।

সাম্প্রতি কুং-ফু পান্ডিয়া, তারকা অলরাউন্ডার প্রশিক্ষণের সময় তার হাতে বাঁধা ঘড়িটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর প্রধান কারণ তিনি যে ঘড়িটি পড়েছিলেন সেটি রিচার্ড মিলে আর এম ২৭-০৪ ঘড়ি, যা অত্যন্ত দামি। যে কেউ এটি দেখে হতবাক হয়ে যাচ্ছে।

এই ঘড়ির দাম সত্যিই অবাক করার মতো। জানা যাচ্ছে এই ঘড়ির ওজন প্রায় 30 গ্রাম এবং এর দাম এশিয়া কাপ বিজয়ী দলের পুরস্কারের টাকার চেয়ে ৮ গুণ বেশি। এশিয়া কাপ বিজয়ী দল পুরস্কার পায় প্রায় ২.৬ কোটি টাকা সেখানে কুং-ফু পান্ডিয়ার হাতের ঘড়িটির দাম জানা যায় ১৮ কোটি টাকারও বেশি।

এশিয়া কাপ ২০২৫ -এ পুরস্কারের পরিমাণ গতবারের তুলনায় বাড়ানো হয়। কাপ জয়ী দল প্রায় ২.৬ কোটি টাকা পুরস্কার পাবে এবং রানার্সআপ দল পাবে প্রায় ১.৩ কোটি টাকা, এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবে প্রায় ১২.৫ লক্ষ টাকা এবং প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ পাবে প্রায় ৪.৩৪ লক্ষ টাকা। ভারত ৮ বার এশিয়া কাপ জিতেছে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। এশিয়া কাপ ২০২৫ -এ ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। যেখানে হার্দিক পান্ডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment