দুবেলা, বিজয় হালদারঃ পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করেছে। প্রথম ম্যাচে পরশী দেশের বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। ২০ জুলাই (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান।
কিন্তু তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ইনিংসের পর উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় তারা। পাক দলের ফখর জামান সর্বোচ্চ ৪৪ রান করলেও, তার রান- আউটই বড় ধাক্কা দেয় পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে ১১১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়লেও পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়- এর দারুন ব্যাটিংয়ে বাংলাদেশ সহজেই জয়ের কিনারে পৌঁছে যায়। ইমন ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং হৃদয় ৩৭ বলে ৩৬ রান করেন।
পারভেজ হোসেন ইমন ম্যাচের অন্যতম সেরা নির্বাচিত হন। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় পাকিস্তানের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টি একটি ডু-অর-ডাই ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ২২-শে জুলাই (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ হারলে তারা সিরিজ খুইয়ে বসবে। পাক কোচ মাইক হেসন সমালোচনা করলেও, পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে নিজেদের খেলা নিয়ে আরও বেশি মনোযোগী হতে হবে।
বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় ইনিংসের পাশাপাশি পার্টনারশিপ গড়তে হবে। প্রথম ম্যাচের হারের পর পাকিস্তানের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিপক্ষ দল বাংলাদেশ প্রথম ম্যাচে সহজ জয়ের পর দল এখন বেশ আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজ। ঘরের মাঠে দর্শকদের সামনে তারা দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ