ভারতের সামনে হেড ডাউন অস্ট্রেলিয়ার

Spread the love

দুবেলা, সায়ন দাস : চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনাল ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ২৬৪ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া।

ভারতকে ২৬৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক স্মিথ (৭৩)।  এছাড়াও অ্যালেক্স ক্যারি ৬০ রান করে আউট হন। যেই ট্রাভিস হেড কে নিয়ে আশঙ্কা করছিলেন ভারতীয় দলের সমর্থকরা, সেই হেড দাগ কাটতে ব্যর্থ হন। ৩৯ রানেই বরুন চক্রবর্তীর শিকার হন তিনি। একাধিক ৫০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিলো অস্ট্রেলিয়ার ইনিংসে। কয়েকবার এমনও মনে হয় যে অস্ট্রেলিয়া ৩০০ রানের গন্ডি পার করে দেবে কিন্তু তা হতে দেননি শামি, বরুন, জাদেজারা। শামির ঝুলিতে যায় ৩ টি উইকেট। দুটি করে উইকেট তোলেন জাদেজা এবং বরুন চক্রবর্তী। একটি করে উইকেট পান অক্ষর পাটেল এবং হার্দিক পান্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে কাঙ্খিত রান তুলে দেয় ভারত। প্রথম ৮ ওভারেই ভারতের দুই ওপেনার শুভমান গিল (৮) এবং রোহিত শর্মা (২৮) সাঁঝঘরে ফিরে যান। কিন্তু বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের ৯১ রানের পার্টনারশিপের সুবাদে আবারও নিজেদের ইনিংস গুছিয়ে নেয় ভারত। শ্রেয়াস ৪৫ রান করে আউট হন। তবে বিরাট কোহলি অক্ষর প্যাটেল এবং লোকেশ রাহুলের সঙ্গে পার্টনারশিপ করে ভারতকে ম্যাচে টিকিয়ে রেখে ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার বলে ছয় হাকাতে গিয়ে ৮৪ রানে আউট হন বিরাট। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। শেষে হার্দিক পান্ডিয়ার ২৮ রান এবং লোকেশ রাহুলের অপরাজিত ৪২ রান ভারত কে সুষ্ঠভাবে ফাইনালে পৌঁছে দেয়। ম্যাচের সেরা হন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন এলিস এবং জাম্পা। একটি করে উইকেট পান কন্যলি এবং ডারশুইস।

এর পাশাপাশি বলাই যায় যে ২০২৩ এর বদলা ২০২৫ এ সুদে আসলে তুলে নিলো ভারতীয় দল। আগামীকাল দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। জয়ী দল আগামী রবিবার ৯ই মার্চ দুবাইতে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment